• বাংলাদেশকে রুখতে সিভিক ভলান্টিয়ারই যথেষ্ট, কলকাতা দখলের হুঁশিয়ারি প্রসঙ্গে সুকান্ত
    দৈনিক স্টেটসম্যান | ১১ ডিসেম্বর ২০২৪
  • চারদিনের মধ্যে কলকাতা দখল করার হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা। এবার এই ইস্যুতে বাংলাদেশকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বাংলাদেশকে রুখতে আমাদের সিভিক ভলান্টিয়ারই যথেষ্ট।

    এদিন দিল্লিতে সংসদের বাইরে সুকান্তকে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময় কলকাতা দখলের হুঁশিয়ারির প্রসঙ্গ উঠে আসে। জবাবে সুকান্ত বলেন, ‘এ নিয়ে আমরা ভাবিত নয়। ওদের (বাংলাদেশের সেনা) মোকাবিলা করার জন্য আমাদের সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট!’

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কিছু মানুষ আছেন যারা ধর্মীয় উন্মাদনার কারণে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব বলে ধারণা তৈরির চেষ্টা করছে। ভারত হল বিশ্বের চতুর্থ সৈন্য শক্তি, তার কতগুলো যুদ্ধ বিমান আছে, এগুলো যারা জানে না, তাঁরা মুর্খের স্বর্গে বাস করছে। তাঁরাই এই ধরণের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চাইছে।’

    বাংলাদেশে এরকম উন্মাদনার পরিবেশ যে বেশিদিন স্থায়ী হবে না তা–ও স্পষ্ট করে দেন সুকান্ত। তাঁর কথায়, ‘এই উন্মাদনার পরিবেশ কিছু দিনের জন্য আপনার সুখবর মনে হতে পারে, কিন্তু যখন পেটে ভাত জুটবে না, দৈনন্দিন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হবে তখন উন্মাদনা বেরিয়ে যাবে!’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)