ঘটনাটি ঠিক কী? যাত্রী সুবিধার্ধে রাত ১০টা ৪০-এ দক্ষিণে কবি সুভাষ ও উত্তরে দমদম থেকে মেট্রোর বিশেষ পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু কিন্তু রাতের সেই বিশেষ ট্রেনে পর্যাপ্ত যাত্রী হচ্ছে না। পরিস্থিতি এমনই যে,পরিষেবা চালু রাখতে রীতিমতো ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এমনকী, পরিষেবা বন্ধের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে! ফলে আর্থিক ক্ষতি কিছুটা লাঘব করতে রাতের মেট্রোর টিকিটে সারচার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মেট্রোর তরফে জানানো হয়েছিল, আজ মঙ্গলবার থেকে কবি সুভাষ এবং দমদম, উভয় প্রান্ত থেকেই রাত ১০ টা ৪০-এর মেট্রোয় সমস্ত দূরত্বের টিকিটের উপর ১০ টাকা সারচার্জ দিতে হবে যাত্রীদের। কলকাতার মেট্রো ৪০ বছরের ইতিহাসে যা ছিল বেনজির।