• নতুন প্রজন্মের ভোটারদের নজর টানতে নয়া কৌশল! স্পটিফাইয়ে রিলস প্রকাশ তৃণমূলের
    প্রতিদিন | ১১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন প্রজন্মের ভোটারদের টানতে নয়া কৌশল তৃণমূল কংগ্রেসের। সামাজিক মাধ্যমের পাশাপাশি অনলাইন গানের জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই র?্যাপডে রিলস প্রকাশ তৃণমূলের। এই রিলসে বিজেপির ‘অপশাসন’ ও বাংলাকে বঞ্চনার দিকও তুলে ধরা হয়েছে।

    বিজেপি বাংলা দখল করতে না পেরে বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করেছে বলে বার বার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল। বিজেপির ‘ওয়াশিং মেশিন নীতি’ অর্থাৎ অন্যদলের কোনও নেতা, তাদের দলে যোগ দিলেই তিনি দুর্নীতি মুক্ত হয়ে যান বলেও অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। এতদিন দলের তরফে তা বিভিন্ন জনসভা ও সামাজিক মাধ্যমে বলা হত। এবার স্পটিফাই র?্যাপডে রিলস তৈরি করল তারা।

    সেই রিলসে পুরনো অভিযোগের পাশাপাশি, গত লোকসভা নির্বাচনে ৪০০ পার স্লোগানে তুলেও ব্যর্থতা বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিজেপির মাত্র ২৪০টি আসনে থেমে যাওয়া ও জোটসঙ্গীদের উপর নির্ভরশীলতার জন্য কটাক্ষ করে তৃণমূল দাবি করেছে, রাজনৈতিক সমর্থনের বিনিময়ে বিশেষ প্যাকেজ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে নরেন্দ্র মোদির দল।
  • Link to this news (প্রতিদিন)