• অশান্ত বাংলাদেশে শান্তি ফেরাতে মিছিল শিল্পাঞ্চলে
    এই সময় | ১১ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, আসানসোল, দুর্গাপুর: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ও ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল হলো শিল্পাঞ্চলের দুই প্রধান শহরে। মঙ্গলবার আসানসোল শহরে বিক্ষোভ মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ। অন্য দিকে, দুর্গাপুরে মিছিল করে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা।

    এ দিন আসানসোল স্টেশন থেকে প্রতিবাদ মিছিল বের করে বঙ্গীয় হিন্দু জাগরণ। জিটি রোড, বিএনআর, ভগৎ সিং মোড়, কোর্ট রোড, কোর্ট মোড় হয়ে আসানসোল আদালত চত্বরের ঘড়ি মোড়ে এসে শেষ হয়। মিছিলে দলীয় পতাকা ছাড়াই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, দুই বিধায়ক অগ্নিমিত্রা পল ও অজয় পোদ্দার, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, জেলা সম্পাদক অভিজিৎ রায়ের মতো নেতারা।

    এ ছাড়াও ছিলেন স্বামী জ্ঞানানন্দ মহারাজ, দয়ানন্দ নিতাই দাস, অমিত সরকার। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে হিন্দুদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জেল থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি তোলা হয়। মিছিল থেকে আওয়াজ ওঠে, অবিলম্বে ভারত সরকার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানাক।

    অন্য দিকে, বাংলাদেশে হিংসা বন্ধ রেখে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিলেন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা। ফ্যান ক্লাবের সদস্যরা জানান, সে দেশে সুষ্ঠু ভাবে বসবাস করুন সেখানকার সংখ্যালঘুরা। শান্তির বার্তা নিয়ে পদযাত্রা শুরু হয় সিটি সেন্টারের আসানসোল–দুর্গাপুর উন্নয়ন সংস্থার দপ্তরের সামনে থেকে। ফ্যান ক্লাবের সদস্যরা ছাড়াও বহু সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেন।

    ক্লাবের সেক্রেটারি ললিত দাস বলেন, ‘বাংলাদেশে আমাদের পূর্বপুরুষরা ছিলেন। এখনও বহু মানুষ রয়েছেন যাঁরা আমাদের পরিচিত। বাংলাদেশে যে ভাবে সংখ্যালুদের উপর অত্যাচার হচ্ছে তা কখনই কাম্য নয়। সারা রাজ্য জুড়ে আজ ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা নীরবে প্রতিবাদ করেছেন।’
  • Link to this news (এই সময়)