• ভারতের সমুদ্রে বাংলাদেশি ট্রলারের ‘সন্দেহজনক কাজকর্ম’, হাতেনাতে ধরল কোস্টগার্ড, আটক ৭৮
    এই সময় | ১১ ডিসেম্বর ২০২৪
  • ভারত ও বাংলাদেশের সম্পর্ক কয়েক মাস আগে যেখানে ছিল, এখন আর সেখানে নেই। সোমবার, বাংলাদেশের সঙ্গে ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রির বৈঠকে দুই দেশই স্বীকার করেছে, সম্পর্কের উপর একটা মেঘ জমা হয়েছে। এই পরিস্থিতিতে, ভারতীয় জলসীমার মধ্য থেকে দু-দুটি বাংলাদেশি ট্রলার আটক করল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। আটক করা হয়েছে ৭৮ জন বাংলাদেশি নাগরিককেও। উপকূল রক্ষী বাহিনীর অভিযোগ, ভারতীয় জলসীমার মধ্যে ‘সন্দেহজনক কাজকর্মে’ লিপ্ত ছিল ট্রলার দুটি।

    জানা গিয়েছে, ট্রলার দুটির নাম ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’। দুটিই বাংলাদেশে নিবন্ধিত। সোমবার (৯ ডিসেম্বর), ভারতীয় জলসীমান্ত বরাবর নিয়মিত টহলদারির সময় উপকূল রক্ষা বাহিনীর সদস্যরা দেখেছিলেন ভারতীয় জলসীমার মধ্যে মাছ ধরছে ওই দুটি ট্রলার। তবে, তাদের কাছে ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে মাছ ধরার অনুমতি ছিল না। উপকূল রক্ষা বাহিনী জানিয়েছে, ‘এফভি লায়লা-২’-তে ৪১ জন এবং ‘এফভি মেঘনা-৫’-এ ৩৭ জন ক্রু সদস্য ছিল। তাদের এবং ট্রলার দুটিকে সঙ্গে সঙ্গে ‘ইন্ডিয়ান মেরিটাইম জোনস অ্যাক্ট, ১৯৮১’-র অধীনে আটক করা হয়।

    বিস্তারিত তদন্তের জন্য ট্রলার দুটিকে ওড়িশার পারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে উপকূল রক্ষা বাহিনী জানিয়েছে, ‘এই অভিযান সমুদ্রে অননুমোদিত অনুপ্রবেশ এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর তীক্ষ্ণ সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা। ভারতের সামুদ্রিক সীমানা রক্ষা এবং এর ভারতীয় জলভাগের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি বাহিনীর প্রতিশ্রুতি দেখায়৷’
  • Link to this news (এই সময়)