বাড়ি কিনতে গিয়ে প্রতারকের খপ্পরে, খোয়ানো ১৫ লক্ষ টাকা পেলেন বৃদ্ধ
বর্তমান | ১১ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, কল্যাণী: বাড়ি কিনতে গিয়ে এক প্রতারকের জালে পা দিয়ে খুইয়েছিলেন ১৫ লক্ষ টাকা। চার মাস বাদে মঙ্গলবার কল্যাণী থানার পুলিসের তৎপরতায় সেই টাকা ফিরে পেলেন অবসরপ্রাপ্ত এক পোস্ট মাস্টার। জানা গিয়েছে, নদীয়ার হাঁসখালির বাসিন্দা অজিতকুমার রায় নামে ওই বৃদ্ধ কল্যাণী শহরে ভাড়া থাকতেন। জুলাই মাস নাগাদ তিনি তাঁর পরিচিত এক ব্যক্তি রাজকুমার ঘোষ মারফত কল্যাণীতে কুড়ি লক্ষ টাকা দামের একটি বাড়ি কেনার উদ্যোগ নেন। এজন্য অগ্রিম হিসেবে ১৫ লক্ষ টাকাও দেন। সেই টাকা তিনি ব্যাঙ্কের মধ্যেই নগদে ওই ব্যক্তির হাতে দেন। সেই ব্যক্তি টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেন। অভিযোগ তারপর বাড়ি হস্তান্তর না করে যোগাযোগই বন্ধ করে দেন তিনি।
এরপরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিসের দ্বারস্থ হন অজিতবাবু। তদন্ত শুরু করে পুলিস প্রথমে রাজকুমার ঘোষ নামে ওই ব্যক্তির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। পরে তাঁকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান। পরে ফের পুলিসের সহায়তায় আদালতে যান অজিতবাবু। এইবার তিনি জয়ী হন। চার মাস পরে আদালতের নির্দেশে অজিতবাবু খোয়ানো সেই ১৫ লক্ষ টাকা ফেরত পান ফ্রিজ করে রাখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। টাকা ফিরে পেয়ে পুলিসকে ধন্যবাদ জানিয়েছেন।-নিজস্ব চিত্র