নিজস্ব প্রতিনিধি, বরানগর ও বারাকপুর: মঙ্গলবার দুপুরে আগরপাড়ার বিটি রোডে পথ দুর্ঘটনায় জখম হলেন ১৮ জন। তারমধ্যে ১৫ জন কলকাতা পুলিসের কর্মী। তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিগন্যালে দাঁড়ানো পুলিস বাসের পিছনে একটি ফাঁকা স্কুল বাস ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা। সেই বাসটিও সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে। যার জেরে বেশ কিছুক্ষণ বিটি রোডের বারাকপুরগামী লেনে তীব্র যানজট হয়। সোদপুর ট্রাফিক গার্ড দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি রাস্তা থেকে সরিয়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে। ব্রেক ফেল, অতিরিক্ত গতি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, পুলিস তা খতিয়ে দেখছে। অন্যদিকে, মঙ্গলবার ভোরে বারাকপুর তালপুকুর করুণাময়ী রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। নাম রাজকুমার মাহাত (২৪)। বাড়ি বারাকপুর নোনাচন্দনপুকুরের বিধানপল্লি।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ একটি বাসে কলকাতা পুলিসের প্রায় ৪২ জন কর্মী বারাকপুর শ্যুটিং রেঞ্জে যাচ্ছিলেন। বিটি রোডের আগরপাড়া তেঁতুলতলা মোড়ে গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে যায়। ওই গাড়ির সামনে একটি প্রাইভেট গাড়ি দাঁড়িয়েছিল। আচমকা পুলিস গাড়ির পিছনে ইংরেজি মাধ্যম স্কুলের ফাঁকা বাস এসে সজোরে ধাক্কা মারে। পুলিসকর্মীরা বাসের মধ্যে ছিটকে পড়েন। মোট ১৮ জন পুলিসকর্মী জখম হন। তাঁদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর। স্কুল বাসে চালক, তাঁর সহকারি ছাড়াও মহিলা অ্যাটেনডেন্ট ছিলেন। তাঁরা প্রত্যেকেই জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দা, সোদপুর ট্রাফিক গার্ড ও খড়দহ থানার পুলিস দ্রুত তাঁদের উদ্ধার করে সাগর দত্তে পাঠায়। পুলিস গাড়ির সামনে থাকা প্রাইভেট গাড়িটির ক্ষতি হলেও চালক ঝন্টু দে সুস্থ রয়েছেন। তিনি বলেন, সিগন্যালে দাঁড়িয়েছিলাম। আচমকা পিছনে ধাক্কা লাগে। কোনওমতে গাড়ি নিয়ন্ত্রণে আনি। স্কুল গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটেছে। বাসে পড়ুয়ারা থাকলে ভয়াবহ ঘটনা ঘটত। প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় অটো ইউনিয়নের সম্পাদক মনোরঞ্জন জানা বলেন, সিগন্যালে সবাই দাঁড়িয়ে ছিল। আচমকাই স্কুল বাসটি সজোরে এসে পুলিস গাড়ির পিছনে ধাক্কা মারে। আচমকা ঘটনায় সকলেই ঘাবড়ে গিয়েছিল।
অন্যদিকে, তালপুকুর করুণাময়ী রোডে দুর্ঘটনা প্রসঙ্গে বাসিন্দারা জানিয়েছেন, ভোরবেলা বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। দেখেন, রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক যুবক। পাশে তাঁর ভাঙা বাইক। খবর পেয়ে টিটাগড় থানার পুলিস ঘটনাস্থলে আসে। যুবককে বারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিস ও স্থানীয়দের থেকে জানা গিয়েছে, দ্রুত গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি দোকানে সজোরে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।