• শহরে ফ্ল্যাট, গ্রামে মাটির বাড়ি দেখিয়ে আবাস যোজনার তালিকায় নাম উঠল তৃণমূল নেতার
    ২৪ ঘন্টা | ১১ ডিসেম্বর ২০২৪
  • সন্দীপ ঘোষ চৌধুরী: শহরে ফ্ল্যাট তৃণমূল নেতার। আর গ্রামের মাটির বাড়ি দেখিয়ে নাম উঠেছে আবাসের তালিকায়। মাটির বাড়ি, কিন্তু তৃণমূলে স্থানীয় কর্মী হওয়ায় একটার বদলে দুটো করে নাম উঠেছে আবাসের তালিকায়। কোথাও মা-স্ত্রীর নামে, আবার কোথাও ছেলে ও মায়ের নামে। সমীক্ষার পরে আবাসের নতুন তালিকায় মাটির ঘর দেখিয়েই চলছে দুর্নীতি,বলে অভিযোগ বিজেপির।

    কাটোয়া দু নম্বর ব্লকের আবাসের পুরনো তালিকা সমীক্ষা করে তৈরি হয়েছে নতুন তালিকা। আর তাতেই দেখা যাচ্ছে পলসনা গ্রাম পঞ্চায়েতের আউরিয়া ও পলসনা গ্রামে একই পরিবারের নামে বেরিয়েছে তিনটি ঘর। আবার কারো কাটোয়াতে ফ্ল্যাট থাকলেও মাটির বাড়ি দেখিয়ে নাম তুলেছে নতুন তালিকায়।

    অভিযোগ, আউরিয়া গ্রামের স্থানীয় তৃণমূল নেতা নীলমাধব বন্দ্যোপাধ্যায়ের কাটোয়াতে ফ্ল্যাট রয়েছে। তার পরেও গ্রামের মাটির বাড়ি দেখিয়ে তার স্ত্রী প্রিয়াংকা বন্দোপাধ্যায়ের নাম উঠেছে আবাস তালিকায়। নীলমাধবের বক্তব্য, ওই ফ্ল্যাটটি তার মায়ের নামে। তিনি গ্রামের মাটির বাড়িতেই থাকেন। অন্যদিকে ওই একই গ্রামের তৃণমূল কর্মী ধুলু ঘোষের মাটির বাড়ি হলেও আবাসের নতুন তালিকায় নাম উঠেছে তার স্ত্রী মৌসুমী ঘোষ ও মা কল্পনা ঘোষের নামে। তারা একই বাড়িতে থাকেন বলে স্বীকারও করে নেওয়া হয় পরিবারের তরফ থেকে।

    অন্যদিকে কোয়ারা গ্রামের তৃণমূল কর্মী মিলন কুমার ঘোষ এর মাটির বাড়ি থাকলেও নতুন আবাসের তালিকায় তাদের তিনটি নাম উঠেছে। মিলন ঘোষের নাম রয়েছে তার গ্রাম ও পাশের গ্রামে। তার মা পদ্মারানীর নাম উঠেছে তালিকায়। মিলনের বক্তব্য তার মা ও তার নাম উঠেছে তালিকায়, মা আলাদা থাকে, তবে আরেকটি নাম কার সেটা তার জানা নেই।

    বিজেপির অভিযোগ তৃণমূল এবার মাটির বাড়ি দেখিয়ে দুর্নীতি শুরু করেছে। যাদের দু তিনটি বাড়ি দেওয়া হচ্ছে, তারা টাকা পেলে, তাদের কাছ থেকে, বাড়তি ঘর বাবদ পাওয়া টাকা ফেরত নিয়ে নেবে তারা। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য তৃণমূল নেতার কোন নাম ঘুর পথে ঢুকলে তা বাদ দিয়ে দেওয়া হবে। বিজেপি বাড়িয়ে বাড়িয়ে অভিযোগ করছে। কাটোয়া দু'নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। প্রয়োজনে নাম বাদও যেতে পারে।

  • Link to this news (২৪ ঘন্টা)