গত ৯ ডিসেম্বর দুটি বাংলাদেশি ট্রলার আটক করে কোস্ট গার্ড। ওইসব বোটের মত্সজীবীরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল। ওইদিন ভারতীয় জলসীমায় টহল দেওয়ার সময় দুটি ট্রলারের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য় পড়ে কোস্ট গার্ডের। এরপরই ওই দুটি ট্রলারকে তাড়া করে ধরে কোস্ট গার্ড।
যে দুটি ট্রলার আটক করা হয়েছে সেই দুটির নাম এফভি লাইলা ও এফভি মেগমা ৫। দুটি ট্রলারই বাংলাদেশে রেজিস্ট্রেশন। একটিতে ছিলেন ৪১ জন এবং অন্যটিতে ছিলেন ৩৭ মত্সজীবী। ওই দুই ট্রলারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দুটি বোটকেই পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে তদন্তের জন্য। এদিকে, ওই দুই ট্রলার ও ৭৮ মত্সজীবীকে আটক করাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে আরও উত্তপ্ত হতে পারে বলে কোনও কোনও মহলের আশঙ্কা।