রাজ্যে জাত-ভিত্তিক জনগণনার করার দাবি এ বার বিধানসভায় তুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। বিধানসভায় মঙ্গলবার উল্লেখ-পর্বে তিনি এই বিষয়ে রাজ্যের সংশ্লিষ্ট দফতরের কাছে এই দাবি জানান। বিহার, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলি নিজেদের উদ্যোগেই যখন এই কাজ করেছে, তখন পশ্চিমবঙ্গ কেন করবে না, সেই প্রশ্নও তোলেন নওসাদ। পরে বিধানসভার বাইরে তিনি বলেন, “জাত-ভিত্তিক জনগণনা না হওয়ায় জনজাতি, উপজাতি, অনগ্রসর হিন্দু, সংখ্যালঘু মুসলিমদের আর্থ-সামাজিক অবস্থান, কর্মক্ষেত্রে তাঁদের যোগদানের বিষয়ে ঠিক ভাবে জানা যাচ্ছে না।” প্রসঙ্গত, ১৯৩১-এর পরে পূর্ণাঙ্গ ভাবে জাত-ভিত্তিক জনগণনা হয়নি দেশে। ইতিমধ্যেই জাত-ভিত্তিক জনগণনার পক্ষে কংগ্রেস, বাম দলগুলি-সহ বিরোধীদের অনেকে তো বটেই, এনডিএ সরকারের শরিক জেডিইউ-র মতো দলকেও জাত-ভিত্তিক জনগণনার জন্য সরব হতে দেখা গিয়েছে। বাংলাতেও এই দাবি তুলেছে একাধিক সংগঠন।