রাজ্যে দলের সাংগঠনিক নির্বাচনের জন্য বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, অমিত মালবীয়, সাংসদ সঞ্জয় জয়সওয়ালের সঙ্গে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকেও দায়িত্ব দেওয়া হল। তাঁকে দায়িত্ব দেওয়ার কারণ নিয়ে রাজ্যে দলের অন্দরেই তৈরি হয়েছে কৌতূহল। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে সাংগঠনিক নির্বাচনের জন্য মঙ্গলবার পর্যবেক্ষকদের নাম ঘোষণা করেছে বিজেপি। সেখানেই বিস্তার নাম রয়েছে। প্রসঙ্গত, পর পর দু’বার দার্জিলিং থেকে লোকসভা ভোটে জেতা বিস্তা এই মুহূর্তে ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু তিনি রাজ্য বিজেপির কোনও ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ সাংগঠনিক দায়িত্বে নেই। রাজনৈতিক শিবিরের একাংশের মতে, তার পরেও তাঁকে এমন দায়িত্ব দেওয়ার নেপথ্যে থাকতে পারে উত্তরবঙ্গের রাজনীতি। সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে ভোটপ্রাপ্তি কমলেও উত্তরবঙ্গ এখনও বিজেপির শক্ত ঘাঁটি। তাই সম্ভবত উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবেই রাজুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে কেউই কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি।