• ‘কেজরীওয়াল জামিন পেলে পার্থ নন কেন’
    আনন্দবাজার | ১১ ডিসেম্বর ২০২৪
  • দুর্নীতির মামলায় সরকারি আধিকারিকদের বিচারের অনুমোদন নবান্ন এখনও দেয়নি। তবে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিচার শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যপাল। তাই জামিনের মামলায় সরকারি আধিকারিকদের থেকে পার্থকে পৃথক ভাবে দেখার আর্জি জানালেন তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায়। একই সঙ্গে মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে তাঁর বক্তব্য, পার্থ শিক্ষামন্ত্রী ছিলেন। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে তাঁর সরাসরি যোগ ছিল না। তাই এসএসসি-র নিয়োগ দুর্নীতিতে পার্থের ভূমিকা নেই। তাঁর বিরুদ্ধে সিবিআই যথাযথ প্রমাণও দিতে পারেনি।

    এ দিন বিচারপতি জানান, আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। সে দিন সিবিআইকে জামিনের বিরোধিতায় বক্তব্য পেশ করতে হবে। প্রসঙ্গত, পার্থ-সহ এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তেরা হাই কোর্টে জামিনের আর্জি করেছিলেন। পার্থ-সহ পাঁচ শিক্ষা আধিকারিকের জামিন নিয়ে দ্বিমত হন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়। তাই প্রধান বিচারপতি এই মামলাটি বিচারপতি চক্রবর্তীর এজলাসে পাঠিয়েছেন।

    পার্থেরা ‘প্রভাবশালী’, এই যুক্তিতে জামিন দিতে চাননি বিচারপতি সিংহ রায়। পার্থের আইনজীবী এ দিন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘পার্থের থেকে অনেক বেশি প্রভাবশালী ছিলেন কেজরীওয়াল। তিনি জামিন পেলে পার্থ পাবেননা কেন?’’ এ দিন বাকি দুই অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় ভট্টাচার্যের আইনজীবীর বক্তব্য, ‘‘এঁরা দীর্ঘদিন ধরে জেলে আছেন। তাঁরা যে দফতরের সঙ্গে ছিলেন সেই দফতর দুর্নীতিতে জড়িত থাকলেও অভিযুক্তদের তার জন্য দায়ী করাযায় না।’’

  • Link to this news (আনন্দবাজার)