ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রীর ঢাকা সফরের পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বৃদ্ধি করা হবে বলে আশা করছে সে দেশের অন্তর্বর্তী সরকার। ভারতীয় বিদেশসচিব নিজেও বৈঠকে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে দাবি বাংলাদেশের তদারকি সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। সোমবার ভারতের বিদেশসচিবের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশের বিদেশসচিব মুহাম্মদ জসীম উদ্দিন। পরে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন মিস্রী। তিনটি বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যার মূল নির্যাস— উভয় পক্ষই ‘সুসম্পর্ক’ চায়। আজ নজর থাকবে এই খবরে।
আসাদ বাশার আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। অন্য দিকে, গত দু’দিন সিরিয়ার ভূখণ্ডে আকাশপথে অন্তত ২৫০টি হামলা চালিয়েছে ইজ়রায়েল। সামরিক দিক থেকে সিরিয়ার গুরুত্বপূর্ণ বেশির ভাগ অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে ইজ়রায়েল। সিরিয়া এখন বিদ্রোহীদের দখলে। সরকারি সেনারা পলাতক। দামাস্কাসের আকাশে অনিশ্চয়তার মেঘ। নজর থাকবে সে দিকে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গত সোমবার গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিধায়কেরা। জেলার নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীর খুনের বিষয়ে বিধায়কদের কাছ থেকে খোঁজখবর নেন মমতা। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ নন্দীগ্রাম যাবে তৃণমূলের তিন সদস্যের এক প্রতিনিধিদল। ওই দলে থাকবেন কুণাল ঘোষ, দোলা সেন, দেবাংশু ভট্টাচার্য। সোমবার নন্দীগ্রামে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তবে কুণাল, দোলা, দেবাংশুদের সফরের পর রাজ্য নেতৃত্ব তাঁদের কাছ থেকে রিপোর্ট চাইতে পারেন। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে রাজ্যের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তারও নীচে নামতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গেও তাপমাত্রা খানিকটা কমবে। বেশ কিছু জেলায় ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে।