কবি সুভাষ এবং দমদমের মধ্যে রাত্রিকালীন একটি পরিষেবা চালানো হয়। ব্লু লাইনে কবি সুভাষ এবং দমদম— এই দু’প্রান্ত থেকেই রাত ১০টা ৪০ মিনিট নাগাদ একটি করে বিশেষ পরিষেবা চালান মেট্রো কর্তৃপক্ষ। গত জুন মাস থেকে যাত্রীদের সুবিধার্থে পরিষেবা চলছে। কিন্তু তাতে যাত্রী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় মেট্রো কর্তৃপক্ষ শুধুমাত্র ওই পরিষেবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিবৃতি জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিলেন, খুব কম সংখ্যক যাত্রী এই পরিষেবা ব্যবহার করছেন। তাই দূরত্ব-নির্বিশেষে পরিষেবার প্রতিটি টিকিটের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা সারচার্জ যোগ করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ টিকিটের ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা গুনতে হবে প্রত্যেক যাত্রীকে। ১০ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকেই ওই অতিরিক্ত ভাড়া নেওয়া হবে বলেও জানানো হয়। তবে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মেট্রোরেল কর্তৃপক্ষ। শুধুমাত্র টিকিটের ভাড়া দিয়েই যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
রাতে বহু মানুষের চাহিদা পূরণ করা যাবে, প্রাথমিক ভাবে এই আশা নিয়েই বিশেষ মেট্রো পরিষেবা চালু করেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা পাওয়া যায়। এই পরিষেবা চলাকালীন কোনও স্টেশনে কোনও টিকিট কাউন্টার খোলা থাকে না। যাত্রীদের ইউপিআই পেমেন্ট মোডের মাধ্যমে স্টেশনে বসানো এএসসিআরএম মেশিন থেকে টোকেন সংগ্রহ করতে হয়। অথবা স্মার্ট কার্ডের সাহায্যেও যাতায়াত করতে পারেন যাত্রীরা। তবে দেখা গিয়েছে যে, রাতের এই পরীক্ষামূলক পরিষেবা হাতে গোনা কয়েক জন যাত্রী ব্যবহার করছেন। তাই খরচ সামাল দিতেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।