আরজিকর, এসএসকেএম কিংবা এনআরএস টপকে রাজ্যের সেরার শিরোপা পেল কলকাতা মেডিক্যাল কলেজ। শহরের স্বনামধন্য বাকি তিন সরকারি মেডিক্যাল কলেজকে গবেষণার প্রশিক্ষণ নিতে হবে কলকাতা মেডিক্যাল কলেজে। শুধু তাই নয়, মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হবে ICMR গবেষণা সংক্রান্ত ওয়ার্কশপও। কবে? ১২ থেকে ১৪ ই ডিসেম্বর।
২০১৪ সালে চিকিত্সা গবেষণা উত্সাহ দিতে মেডিকেল রিসার্চ ইউনিট প্রকল্প চালু করে কেন্দ্র। এই প্রকল্পের আওতায় রয়েছে সারাদেশের ১২৫ চিকিৎসা প্রতিষ্ঠানে। প্রতিটি প্রতিষ্ঠানকেই গবেষণার জন্য ১০ কোটি টাকা অনুদানও দেওয়া হবে।
কলকাতা মেডিক্যালের সুপার অঞ্জন অধিকারী জানান, 'মেডিক্যাল কলেজে আইসিএমআর অনুমোদিত রিসার্চ ইউনিট রয়েছে। প্রিন্সিপাল স্যারের তত্ত্বাবধানে ইউনিটটি কাজ করছে। সার্বিকভাবে পারফরম্যান্সটা অনেকগুলি বিষয়ের উপরে দাঁড়িয়ে। ICMR ঠিক করে, গবেষণার গুণমান, গবেষণাপত্রগুলি প্রকাশিত হচ্ছে কিনা, প্রকাশিত হলে কীরকম জায়গায় প্রকাশিত হচ্ছে। দেশি না আন্তর্জাতিক। এই সমস্ত জায়গায় মেডিক্যাল কলেজের পারফরম্যান্স খুব ভালো। আমাদের অনেক আর্থিক সাহায্যও দেয়। অনেক যন্ত্রপাতি চলে এসেছে। বিভিন্ন বিভাগের যাঁরা নতুন নতুন গবেষক ও ডাক্তারবাবু হতে চান, তাঁরা আসছেন'। সুপারের মতে, 'মেডিক্যাল কলেজে রিসার্চের একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। ICMR সেটাকেই স্বীকৃতি দিল'।