• পূর্ব বর্ধমানের জামালপুরে তিনটি সমবায়ে জয়ী তৃণমূল, খুঁজেই পাওয়া গেল না বিরোধীদের
    এই সময় | ১১ ডিসেম্বর ২০২৪
  • সম্প্রতি উপনির্বাচনে ধরাশায়ী হয়েছে বিরোধীরা। জেলার সমবায় নির্বাচনগুলিতেও সেই ট্রেন্ড দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সব কয়টি সমবায় সমিতির নির্বাচনেই জয়ী হল তৃণমূল কংগ্রেস। বুধবার বর্ধমানের জামালপুরের সেলিমাবাদ সমবায় সমিতি, চক আঝাপুর সমবায় সমিতি এবং টেঙ্গাবেড়িয়া সমবায় সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়ন পত্র জমা দিতে দেখা যায়নি বিরোধীদের। প্রতিটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

    জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়পত্র জমা দেন বুধবার। কিন্তু দেখা মেলেনি বিরোধীদের। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি সমবায় নির্বাচনের মোট ৩৬টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।

    বিধায়ক অলোক কুমার মাঝি জানিয়েছেন, জামালপুরের কোনেও নির্বাচনেই আর বিরোধীদের কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছেনা। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, ‘জামালপুরের মানুষ যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে চায় না সেটা বিভিন্ন নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন তাঁরা। তাই কোনো সমবায় নির্বাচনেই বিরোধীরা প্রার্থী দিতে পারছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন রাজ্যের মানুষ তাতেই ভরসা রাখছেন।’
  • Link to this news (এই সময়)