• ইন্ডি জোটের নেতৃত্বে দিদিকে চাইছে বহু পার্টি, মমতা বললেন ‘নেতারা যা সম্মান..’
    হিন্দুস্তান টাইমস | ১২ ডিসেম্বর ২০২৪
  • বিরোধী ইন্ডি জোটের নেতৃত্বের প্রশ্নে সদ্য ভারতের রাজনীতি তোলপাড় করে মুখ খুলেছেন আরজেডির লালুপ্রসাদ যাদব সহ অনেকেই। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কী? মুখ খুললেন খোদ দিদি।

    বুধবার দিঘা গিয়ে নানান ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন একাধিক ইস্যুতে। সেখানে নির্মিত জগন্নাথ মন্দিরের বিষয়ে কিছু তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন দিদি। এদিকে, সাংবাদিক সম্মেলনের শেষলগ্নে গিয়ে মমতাকে প্রশ্ন করা হয় ইন্ডি জোটের নেতৃত্ব ইস্যুতে। উল্লেখ্য, ইন্ডি জোটের নেতৃত্বে মমতাকে চাইছেন জোটের মধ্যে থাকা বহু দলের নেতারাই। এই বিষয়ে সদ্য মুখ খুলেছেন লালু প্রসাদরা। সেই প্রশ্নে মমতা বলেন,' প্রত্যেক নেতা আমাকে যে সম্মান দিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, এঁরা ভালো থাকুন, ওঁদের পার্টি ভালো থাকুক, ইন্ডিয়া ভালো থাকুক আমি চাই।' 

    সদ্য ইন্ডি জোটের নেতৃত্বের প্রশ্নে সরগরম হতে থাকে বিরোধী জোটের অন্দরমহল। দক্ষিণের জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস থেকে বিহারের আরজেডির লালু প্রসাদ সহ অনেকেই এই জোটের নেতৃত্বের রাশ মমতার হাতে যাওয়ার পক্ষে সওয়াল করেন। স্বভাবতই জল্পনা চড়ে যে, তাহলে কি ইন্ডি জোটে ভাঙন শুরু হয়ে গিয়েছে? এদিকে, সদ্য লালু প্রসাদ যাদব বলেন,'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব, তাঁরই হওয়া উচিত ইন্ডি ব্লকের নেত্রী।' সেই সুরেই সুর মিলিয়েছেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপির সাংসদ বিজয়সাই রেড্ডি। তিনি বলেন,' মমতা বন্দ্যোপাধ্যায় INDIA জোটের নেতৃত্ব দেওয়ার জন্য একজন আদর্শ প্রার্থী, কারণ তাঁর একটি জোটের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক এবং নির্বাচনী অভিজ্ঞতা রয়েছে। দিদিও ৪২টি লোকসভা আসন সহ একটি বড় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বারবার নিজেকে প্রমাণ করেছেন।' 

    কিছুদিন আগেই মমতা জানিয়েছিলেন, তিনি ইন্ডি জোটের নেতৃত্ব দিতে পারেন বলে। তবে একইসঙ্গে তিনি জানান, বাংলা ছেড়ে তিনি অন্যত্র যেতে চাননা। মমতার এই বক্তব্যের পরই ইন্ডি জোটের বহু নেতা এই জোটের নেতৃত্ব নিয়ে মমতার নাম তুলতে শুরু করেছেন। কিছুদিন আগে, এই নিয়ে অখিলেশের সমাজবাদী পার্টির তরফেও মুখপাত্র উদয়বীর সিং মুখ খোলেন। তিনি বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবব বিবেচনা করে দেখা উচিত জোটের বাকি রাজনৈতিক দলগুলির। তাঁকে ১০০ শতাংশ সমর্থন ও সহযোগিতা করা উচিত সকলের। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনও ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে অন্য নেতাদের উচিত তাঁকে সমর্থন করা।'  
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)