• নতুন বছরে রাজ্যে ভিস্টাডোমের নতুন রুট, কী বলছে রেল? জানুন
    এই সময় | ১১ ডিসেম্বর ২০২৪
  • চাঁদকুমার বড়াল, কোচবিহার

    মাথার উপর লোহার খাঁচা নেই। কাচে মোড়া ছাদ, চারপাশ। দৃষ্টি কোথাও বাধা পায় না। সবুজ ও পাহাড় একেবারে হাতের মুঠোয় চলে আসে। এই ভিস্টাডোম ট্রেন সাড়া জাগিয়েছিল পাহাড়ে। এ বার পর্যটকদের জন্য স্পেশ্যাল এই ট্রেন নয়া রুটে চালানোর পথে রেল।

    উত্তরবঙ্গের প্রাকৃতিক দৃশ্য টানে দেশ–বিদেশের মানুষকে। বিদেশের ধাঁচে এখানে চালু হয়েছিল ভিস্টাডোম রেল পরিষেবা। নতুন যাত্রী ও পর্যটকদের খোঁজে তার রুটে কিছুটা বদল আনতে চলেছে রেল বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই নিউ জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি-চ্যাংড়াবান্ধা হয়ে কোচবিহার পর্যন্ত নিয়ে আসা হবে ভিস্টাডোমকে।

    এই খবরে এখন খুশির হাওয়া উত্তরবঙ্গের এই অংশের মানুষজনদের মধ্যে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা সোমবার বলেন, ‘সপ্তাহে অন্তত তিন দিন ট্রেনটি নিউ জলপাইগুড়ি ছাড়ার পর আলিপুরদুয়ার জংশন যাবে না। তার বদলে লাটাগুড়ি থেকে চ্যাংড়াবান্ধা হয়ে নিউ কোচবিহার পর্যন্ত চালানো হবে। রেল বোর্ডে এই প্রস্তাব পাঠানো হয়েছে। ইংরেজি নতুন বছরেই এই বিষয়ে সবুজ সঙ্কেত মিলবে।’

    ২০২২ সালের অগস্ট মাস নাগাদ ভিস্টাডোম ট্রেনটি চালু করে রেল। মূলত পর্যটকদের কথা মাথায় রেখেই এই ট্রেন চালু করা হয়। ট্রেনটির ডিজাইন এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে যাত্রীরা ভিতরে বসেই রেলপথের দু’পাশের অপরূপ সৌন্দর্য দেখতে পারেন। ট্রেনে বসে চায়ে চুমুক দিয়ে গল্প করতে করতে চাপরামারি, গোরুমারা অভয়ারণ্যের ভিতর দিয়ে সফর করবেন পর্যটকেরা।

    শুরুতে ব্যাপক জনপ্রিয় ছিল এই ট্রেন। টিকিট পাওয়াই মুশকিল হয়ে গিয়েছিল প্রথম ছয় মাস। বুকিংয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষজন। তবে এখন এই ট্রেনে যাত্রী সে ভাবে হচ্ছে না। তাই রেল এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছে, ট্রেনটিকে নতুন রুটে চালানো হবে। নিউ জলপাইগুড়ি ছাড়ার পর লাটাগুড়ি হয়ে নিউ ময়নাগুড়ি যাবে। সেখান থেকে চ্যাংড়াবান্ধা রুট হয়ে নিউ কোচবিহার পর্যন্ত চলবে। সপ্তাহে তিন দিন এ দিকে চলবে ট্রেনটি। এর জন্য বোর্ডে প্রস্তাব পাঠানো হয়েছে।

    কী কারণে যাত্রী হচ্ছে না? এই প্রশ্নে এক রেল কর্তা বলেন, ‘ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৭টা ২০ মিনিটে আলিপুরদুয়ার জংশনের উদ্দেশে ছাড়ে। এত সকালে ট্রেনের শিডিউল থাকায় যাত্রী পায় না। কারণ ওই সময় কলকাতা থেকে আসা দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস–এর যাত্রীরা এসে পৌঁছন না। তাই বড় সংখ্যক যাত্রী এই পরিষেবার আনন্দ নিতে পারেন না। যদিও রেল সূত্রে খবর, এই ভিস্টাডোম ট্রেনের শিডিউলে কোনও পরিবর্তন করা হচ্ছে না। শুধু তিন দিনের জন্য রুট বদল হচ্ছে। নয়া রুটে চালালে ট্রেনে ফের যাত্রী বাড়বে, এমনই আশা রেল কর্তাদের।
  • Link to this news (এই সময়)