‘১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিক…’, বাংলাদেশ নিয়ে চরম হুঁশিয়ারি তৃণমূল সংখ্যালঘু নেতার
এই সময় | ১১ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন মালদার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকের ‘কলকাতা আক্রমণ’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার, ১১ ডিসেম্বর তৃণমূল নেতা বলেন, ‘১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা বাংলাদেশ দখল করে নেবে।’
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরব হয়েছে এ পারের রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর প্রস্তাব দিয়েছেন। এই মন্তব্যের পর বিরূপ মন্তব্য উড়ে এসেছে বাংলাদেশের তরফে। বাংলাদেশের তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধান বলেন, ‘আমরা চার দিনের মধ্যেই কলকাতা, আগরলতলা ও সেভেন সিস্টার্স দখল করে নিতে পারি।’ এই বক্তব্যের সমালোচনা করে বিধানসভায় মমতা সোমবার, ৯ ডিসেম্বর বলেন, ‘যাঁরা ভাবছেন দখল করবেন, তাঁরা ভাববেন না আমরা বসে ললিপপ খাব।’
বিষয়টি নিয়ে জেলা তৃণমূল কার্যালয়ে বসে টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন, ‘কালকেও আমরা দেখেছি বিএনপি'র লিডার আমাদের মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যাঁরা এখানে আছি, আমাদের জন্য বাংলাদেশ যথেষ্ট। আমি বলছি ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিন, বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না।’
বাংলাদেশের স্বাধীনতা পর্বে ভারতের সাহায্যের বিষয়টি তুলে ধরেন তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, ‘বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। ওদের ৭ লক্ষ শরণার্থীকে বাঁচিয়ে দিয়েছিল ভারত সরকার। সেই বাংলাদেশ আজকে তাঁদের জাতির পিতাকে চেনে না। মূর্তি ভাঙে, তার থেকে কী আর আশা করতে পারে!’ এ দিকে, তৃণমূল নেতার এই মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। রাজ্য বিজেপি যুব মোর্চা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘এই মন্তব্য খুবই হাস্যকর… আমরা বিজেপি দলটি শান্তিপ্রিয় দল। অন্য দিকে, তৃণমূল দাঙ্গাবাজ ও ধান্দাবাজ দল। এটা কোনও রাজ্যের বিষয় নয়। কেন্দ্রীয় সরকারের বিষয়। তাঁরা দেখে নেবেন।’