• বাংলাদেশে শান্তি ফেরানোর দাবি, প্রতিবাদ মিছিল এ রাজ্যে
    এই সময় | ১১ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, উলুবেড়িয়া, আরামবাগ ও শ্রীরামপুর: দিনের পর দিন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ। এই নিয়ে ভারতে প্রতিবাদ মিছিল অব্যহত। মঙ্গলবার ফের সনাতনী সমাজের পক্ষ থেকে মিছিল হয় উলুবেড়িয়া, আরামবাগ ও শ্রীরামপুরে।

    হিন্দু জাগরণ মঞ্চের হাওড়ার গ্রামীণ জেলা কমিটির পক্ষ থেকে এ দিন এক মিছিল হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দাবিতে উলুবেড়িয়ার গঙ্গারামপুর থেকে উলুবেড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ওই মিছিলে বহু মানুষ যোগ দেন। মিছিলে বাংলাদেশের মৌলবাদী ও সেই দেশের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

    হিন্দু বাঙালি সুরক্ষা সমিতির ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় হাওড়া ময়দানে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়ার শঙ্কর মঠের অধ্যক্ষ স্বামী প্রজ্ঞানন্দজি সরস্বতী মহারাজ এবং বেলুড় লালবাবা আশ্রমের প্রধান গুরুদাসানন্দজি মহারাজ। হিন্দু সন্ন্যাসীরা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নিন্দা করেন। তাঁরা এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

    আরামবাগে মহামিছিল করে জাগ্রত হিন্দু সমাজ। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে আরামবাগের পল্লিশ্রী থেকে মিছিল শুরু হয়। বাসুদেবপুর মোড়ে তা শেষ হয়। এই মিছিলে অংশ নেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ–সহ বিজেপির তিন বিধায়ক ও দলের কর্মী–সমর্থকরা। রাজনৈতিক পতাকা ছাড়া এই মিছিল হয়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ।

    এরই প্রতিবাদে পথে নামেন তাঁরা। বিজেপি নেতা বিমান ঘোষ বলেন, ‘বাংলাদেশের ঘটনা নিন্দনীয়। সারা বিশ্ব বাংলাদেশকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। আমরা ভারতীয়রাও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি।’ মিছিলে স্লোগান ওঠে ‘বাংলাদেশের ইসকনের সনাতনী সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে।’

    পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। মিছিলের আহ্বায়ক ছিলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে পোড়ানো হয়। এ দিন হাজার মানুষ এই মিছিলে যোগ দেন। মিছিলে ছিলেন স্বামী জ্ঞানানন্দ মহারাজ। তিনি বলেন, ‘আমরা সবাই একত্রিত হয়ে এ দিন জাগ্রত হিন্দু সমাজের মিছিলে হাঁটলাম। এটা কোনও রাজনৈতিক মিছিল নয়।’

    বাংলাদেশে শান্তি ফেরানোর দাবিতে মৌন অবস্থান কর্মসূচি পালন করলেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকেরাও। এ দিন সকালে শ্রীরামপুরের মাহেশ শহিদ বাজারে লাল–হলুদ জার্সি ও প্রিয় ক্লাবের পতাকা নিয়ে তাঁরা জমায়েত হন। তারপর আধ ঘণ্টা কর্মসূচি পালন করে। সেখানে মহিলা সমর্থকেরাও সামিল হন। ছিলেন উদ্যোক্তা শমীক চৌধুরী, মৃদুল দেবনাথ ও শিবু দাস, শর্মিষ্ঠা দাস ও ঝুম মুখোপাধ্যায়।

    শমীক বলেন, ‘মাতৃসম ইস্টবেঙ্গল ক্লাবের নেতৃত্বে ও আহ্বানে এই কর্মসূচি হয়। বাংলাদেশে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে ইস্টবেঙ্গল সমর্থকদের ডাকে এই কর্মসূচি পালিত হয়। দারুণ সাড়া মিলেছে।’ শ্রীরামপুর বেল্টিং বাজার ও কোন্নগরেও একই ভাবে মৌন প্রতিবাদ মিছিল করেন লাল হলুদ সমর্থকেরা।
  • Link to this news (এই সময়)