বাংলার বাড়ি পাচ্ছে পূর্ব বর্ধমানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৩১ পরিবার
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ডিভিসি জল ছাড়ায় জামালপুর এবং রায়না-২ ব্লকের বেশকিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। জল ঢুকে অনেক মাটির বাড়ি ধসে যায়। জেলা প্রশাসন সেই বাড়িগুলি চিহ্নিত করেছে। বাংলার বাড়ি প্রকল্পে ওই এলাকাগুলির ৯৩১টি পরিবার নতুন বাড়ি পেতে চলেছে। চলতি মাসেই ওই পরিবারগুলির অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য টাকা ঢুকবে। বুধবার জেলা প্রশাসনের আধিকারিকরা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বৈঠক করেন। সুপার চেকিংয়ের পর চূড়ান্ত তালিকা তৈরি হয়। জেলাশাসক আয়েশা রানি এ বলেন, আগের তালিকা ধরে একাধিকবার সুপার চেকিং করা হয়েছে। বহু অযোগ্য নাম বাদ দেওয়া হয়েছে। যাঁদের পাকাবাড়ি নেই তাঁরাই প্রকল্পের সুবিধা পাচ্ছে।