নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দিদিমা ও নাতির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে গোয়ালতোড় থানার আমলাশুলি এলাকায়। মৃত নাতি ও দিদিমার নাম সাগর চক্রবর্তী (২৫) ও কাজল আচার্য (৬০)। তাঁদের মধ্যে সাগরের বাড়ি গোয়ালতোড় থানার আমলাশুলি টেসকোনা গ্রামে। অপরদিকে দিদিমা থাকতেন চন্দ্রকোণা রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দিদিমাকে বাইকে চাপিয়ে আবাস যোজনার বাড়ি সংক্রান্ত কাগজ জমা দিতে বাড়ি থেকে বেরিয়ে যান সাগর। এরপর রাস্তায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা মারে। রাস্তার ধারে ছিটকে পড়েন নাতি ও দিদিমা। তাঁদের উদ্ধার করে আমলাশুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।