• মঙ্গলকোটে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ, থানার দ্বারস্থ স্থানীয়রা
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলবার বিকেলে মঙ্গলকোটের বরুলিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা আটকে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে কয়েকজন কিশোর। ঘটনার প্রতিবাদ করলে ওই দুই ছাত্রীকে মারধর করার অভিযোগ ওঠে। এরপরেই স্থানীয় বাসিন্দারা তিন কিশোর সহ আরও কয়েকজনের নামে রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মঙ্গলকোটের ঈরশণ্ডা গ্রামের নবম শ্রেণির দুই ছাত্রী এদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পালিগ্রাম অঞ্চলের বরুলিয়া গ্রামে কয়েকজন কিশোর তাদের রাস্তা আটকে উত্ত্যক্ত করে বলে অভিযোগ। এরপরেই ওই দুই ছাত্রী চেঁচামেচি করলে তাদের মারধর করে অভিযুক্তরা।  দুই ছাত্রীকে সপাটে চড় কষিয়ে দেয়। সেই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক স্থানীয় বাসিন্দা ছাত্রীদের রক্ষা করে। ঘটনার কথা চাউর হতেই দল বেঁধে রাতেই গ্রামের বাসিন্দারা মঙ্গলকোট থানায় এসে অভিযোগ জানান। মঙ্গলকোট থানার পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেব।
  • Link to this news (বর্তমান)