• স্ত্রীর আপত্তিকর ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বর্ধমান: স্ত্রীর আপত্তিকর ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। খণ্ডঘোষ থানার বামুনারি গ্রামে তার বাড়ি। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন সিজেএম।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে মাস দশেক আগে মাধবডিহি থানা এলাকার ওই যুবতীর বিয়ে হয়। বিয়েতে চাহিদামতো পণ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুরবাড়িতে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। তাঁকে মাঝেমধ্যেই মারধর করা হতো। শেষমেশ বিয়ের মাসখানেকের মধ্যে তাঁকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। শ্বশুরবাড়িতে থাকার সময় স্বামী কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তার মোবাইলে তুলে রাখে। কিছু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় সে। যুবতী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। বালি বোঝাই একটি ট্রলি সহ ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে গলসি থানার পুলিস। বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টরটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম পবিত্র মাঝি ওরফে বাগদি। গলসি থানার দাদপুর গ্রামে তার বাড়ি।  ছাগল চড়ানো নিয়ে বিবাদের জেরে গাছের মোটা ডাল দিয়ে মহিলাকে মারধরের অভিযোগে বুধবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম কৃষ্ণচন্দ্র বাগদি। গলসি থানার বাকতা গ্রামে তার বাড়ি। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ৩টে নাগাদ ছাগল চড়ানো নিয়ে বাকতা গ্রামের মরি বাগদির সঙ্গে কৃষ্ণর অশান্তি হয়। সেই সময় মরিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে কৃষ্ণ। তিনি প্রতিবাদ করলে গাছের মোটা ডাল ভেঙে তাঁকে মারধর করা হয়। 
  • Link to this news (বর্তমান)