• দাসপুর ১ ব্লকে তেমোহানিঘাট থেকে জ্যোতিসব পর্যন্ত রাস্তা দীর্ঘদিন বেহাল
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: এলাকার রাস্তা দীর্ঘ দিন সংস্কার হয়নি। তাই ক্ষোভে ফুঁসছেন দাসপুর-১ ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। তেমোহানিঘাট থেকে জ্যোতিসব পর্যন্ত রাস্তার দু’দিকের বাসিন্দারা জানান, রাস্তাটি প্রায় দু’বছর ধরে অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের জন্য বার বার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু প্রশাসন কোনও রকম ব্যবস্থা গ্রহণ করেনি। বেহাল রাস্তার জন্য এলাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটে চলেছে। ওই রাস্তাটি যে অত্যন্ত বেহাল তা স্বীকার করেছেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র। তিনি  বলেন, ‘আমাদের ব্লকের মধ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বেহাল রাস্তা মেরামতির জন্য জেলাতে জানানো হয়েছে। জেলাপরিষদ পর্যায়ক্রমে রাস্তাগুলি সংস্কার করবে বলে জানিয়েছে।’ 

    তেমোহানিঘাট থেকে জ্যোতিসব পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ছ’ কিলোমিটার। ওই রাস্তাটি দিয়ে রবিদাসপুর, বিহারীচক, চকবোয়ালিয়া, চকসুন্দর, ধর্মা, পাইকান বোয়ালিয়া সহ ১৮-২০টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। ওই রাস্তার উপর দিয়ে নিত্য যাতায়াত করেন জ্যোতিসবের কুলীন দোলই, দিলীপ বাগ প্রমুখ। তাঁরা জানান, রাস্তাটি তৈরির কিছু দিন পর থেকে বেহাল হতে শুরু করে। বিগত দু’বছর হল এমন বেহাল অবস্থায় রয়েছে ফলে অটো, টোটো, বাইক নিয়ে যাতায়াত করতে সমস্যা হয়। রাস্তার উপর বড় বড় গর্ত। কোথাও আবার বড় ধস নেমে রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে।

    বেহাল রাস্তার জন্য ওই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে। যানবাহনও বিকল হয়ে পড়ছে। রাস্তা সংস্কারের জন্য বারবার প্রশাসনে জানানো হয়েছে। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় নিত্যযাত্রীরা অত্যন্ত ক্ষুব্ধ। অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে তাঁরা পথ অবরোধে শামিল হবেন বলে হুমকি দিয়েছেন।

    খালে পাড়ে কিছু জায়গায় বড় ধস নেমে রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে বলে স্বীকার করেছেন সুকুমারবাবু। তিনি জানান, ধসগুলি যাতে সেচ দপ্তর মেরামতি করে সেনিয়েও কথা এগোচ্ছে।    
  • Link to this news (বর্তমান)