নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মঙ্গলবার গভীর রাতে গড়বেতা থানার চন্দ্রকোণা রোডের হাটতলায় আগুন গেলে ভস্মীভূত হল তিনটি দোকানঘর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে আচমকা তিনটি দোকানে আগুন লেগে যায়। তবে শীতের রাতে কেউ টের পাননি। ভোররাতে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। জানা গিয়েছে, তিনটি দোকানের মধ্যে একটি পুরনো কাপড়ের দোকান ছিল। অপর দু’টি দোকান বন্ধ অবস্থায় পড়েছিল। পুলিসের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।-নিজস্ব চিত্র