কাওয়াখালির বিশ্ব বাংলা শিল্পী হাটে শুরু হস্তশিল্প মেলা, প্রবেশ নিঃশুল্ক
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ির বিশ্ব বাংলা শিল্পী হাটে শুরু হল উত্তরবঙ্গের বৃহৎ হস্তশিল্প মেলা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছ’শোরও বেশি শিল্পী এসেছেন তাঁদের শিল্পকর্ম নিয়ে। এই মেলা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
রাজ্যের হস্তশিল্পের প্রসার ও শিল্পীদের উৎপাদিত পণ্যের বাজার ধরে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতিবছর এই মেলা রাজ্যজুড়ে করে। মেলায় আসা শিল্পীরা আসা-যাওয়া, থাকা-খাওয়ার খরচ সরকারের থেকে পান। এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে, অধিকর্তা ইউ স্বরূপ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন প্রমুখ।
গতবার এই মেলায় ১১ কোটি টাকার ব্যবসা হয়েছিল। এবার ছাপিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, আমরা শিল্পীদের বাজার তৈরি করে দেওয়ার লক্ষ্যে সর্বত্র এ ধরনের মেলার আয়োজন করে চলেছি। শিল্পীরা এখন অনলাইনে তাঁদের শিল্পকর্ম প্রদর্শন এবং বিক্রি করতে পারছেন।
মেলায় রাজ্যের হস্তশিল্পের ঐতিহ্য উঠে এসেছে। কাঠ, বাঁশ, পাট, বেত, কাগজ, কাচ, সুতো, মাটি সহ ধাতব দিয়ে তৈরি নানান সামগ্রী নিয়ে এসেছেন শিল্পীরা। কেনাকাটার পাশাপাশি শিল্পকর্ম দেখার জন্যও মেলার দিনগুলিতে প্রতিবছর ভিড় উপচে পড়ে। শিলিগুড়ির উপকণ্ঠে কাওয়াখালিতে বিশ্ব বাংলা শিল্পী হাট শীতে উৎসবমুখর হয়ে ওঠে। মেলাতে প্রবেশের জন্য কোনও টিকিট রাখা হয়নি। কেনাকাটার পাশাপাশি সময় কাটানো ও খাওয়া-দাওয়ার জন্য আলাদা ফুড কোর্ট করা হয়েছে। মেয়র বলেন, এই সুন্দর পরিবেশে এখানকার মঞ্চকে আগামীতে নানা ধরনের সংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহার করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। হস্তশিল্প মেলার উদ্বোধনে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। - নিজস্ব চিত্র।