• আমবাগানের ১৪ বিঘা জমি দখলমুক্ত করল প্রশাসন
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে মালদহজুড়ে। সরকারি জমির পর তাদের নজর পড়েছে আম বাগানগুলিতে। জমি মাফিয়াদের দাপট রুখতে মাঠে নামল জেলা প্রশাসন। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল অস্থায়ী কাঠামো। বসানো হল সরকারি সাইনবোর্ড। জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।  ইংলিশবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পীরানাপীর এলাকায় কয়েক একর জমিতে একটি আম বাগান রয়েছে। বাগানের বেশিরভাগই খাসজমি। বেশ কিছুদিন ধরে বাগানের সরকারি জমি দখল করতে শুরু করে জমি মাফিয়ারা। অভিযোগ, মাফিয়ারা সরকারি জমিটি জবরদখল করতে শুরু করেছে। বাগানের মাঝখানে অস্থায়ী কাঠামো তৈরি করে জমির দখল চলছে। মঙ্গলবার বিষয়টি জেলাশাসকের নজরে পড়তেই সদর মহকুমা শাসককে সরকারি জমিটি দখলমুক্ত করার নির্দেশ দেন। জেলাশাসকের নির্দেশে বুধবার সাতসকালে সদর মহকুমা শাসক পঙ্কজ তামাংয়ের নেতৃত্বে ভূমি ও ভূমি সংস্কার আধিকারি এবং বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে যায়। বুলডোজার চালিয়ে সমস্ত অস্থায়ী কাঠামো ভেঙে গুড়িয়ে দিয়ে জমিটি দখলমুক্ত করা হয়।

    সদর মহকুমা শাসক বলেন, সমস্ত সরকারি জমি রক্ষণাবেক্ষণের জন্য ভূমিদপ্তরের কাছে একটি নির্দেশিকা আছে। 

    জানা যায়, আম বাগানের ১৪ বিঘা সরকারি জমি কিছুলোক জবরদখল করে রেখেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে জমিটি দখলমুক্ত করেছি। জমি দখলমুক্ত করে সেখানে সরকারি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও সরকারি জমি দখলের ঘটনায় কারও নামে অভিযোগ দায়ের করা হয়নি।  আমবাগানের জমি দখলমুক্ত করছে প্রশাসন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)