• চিন্তামণি বেগুন চাষে লাভের পথ দেখাচ্ছেন মকসেদুল
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তপন: চিন্তামণি বেগুন চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন তপনের মিনাপাড়ার এক কৃষক। ১০ কাঠা জমিতে বেগুন চাষ করে মাস দেড়েক থেকে এখন পর্যন্ত ১ লক্ষ টাকার বেশি বিক্রি করেছেন তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের মিনাপাড়ার বাসিন্দা মকসেদুল সরকার নামে এক কৃষক। 

    কৃষকরা জানিয়েছেন, এবছর বেগুনের রোগপোকার আক্রমণ তুলনামূলকভাবে অনেক বেশি। শুরু থেকেই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো একটি রোগ দেখা দিচ্ছে বেগুন গাছে। তাই রোগপোকার হাত থেকে সব্জি রক্ষা করতে এবছর প্রচুর কীটনাশক এবং সার প্রয়োগ করতে হচ্ছে। এই প্রতিকূল পরিস্থিতিতেও ব্যাপক ফলন ফলিয়ে তাক লাগিয়েছেন মিনাপাড়ার ওই কৃষক। তাঁর বেগুন অন্যান্য কৃষকদের তুলনায় অনেকটাই বড় এবং দেখতেও সুশ্রী, খেতেও সুস্বাদু। প্রতিটি বেগুনের ওজন ২০০ থেকে ৩০০ গ্রাম। ফলে বাজারে অন্যান্য বেগুনের থেকে কেজি প্রতি দাম ১০ টাকা বেশি পান বলে তিনি জানিয়েছেন। সবচেয়ে বেশি প্রতি কেজি ৭০ টাকা হিসেবে বিক্রি করেছেন তিনি। তবে বর্তমানে দাম অনেকটাই কমে হয়েছে ৩২ টাকা কেজি। 

    মকসেদুল সরকার বলেন, ১০ কাঠা জমিতে চিন্তামণি বেগুন চাষ করেছি। বেগুন চাষের এই সফলতার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। বেগুনের গাছে কখন কোন রোগ বাসা বাঁধছে বা কোন প্রকার আক্রমণ হচ্ছে তা প্রতিনিয়ত নজর রাখতে হয়, সেই মোতাবেক কীটনাশক স্প্রে করতে হয়। অনেকের বেগুন গাছ মরে গিয়েছে রোগ পোকার আক্রমণে। সেখানে আমি একবারে জমি থেকে প্রতি সপ্তাহে ৫০ থেকে ৭০ কেজি করে  বেগুন তুলছি।  তপনের মিনাপাড়ায় চিন্তামণি বেগুন চাষ করেছেন এক কৃষক।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)