• ডিজেল চুরি করে পালানোর সময় গাড়ি উল্টে জখম দুই, গ্রেপ্তার এক
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, করণদিঘি: চারচাকার একটি দামি গাড়িতে এসেছিল রাস্তার পাশে দাঁড় করানো গাড়ি থেকে ডিজেল চুরি করতে। ঘন কুয়াশায় ঢাকা কাকভোরে সেই কাজও করে নেয় পাঁচ দুষ্কৃতী। কিন্তু চুরি করা ডিজেল নিয়ে পালানোর সময় ঘটে যায় বিপত্তি! করণদিঘি থানার তিতপুকুর পোড়ামণি ৩৪ নং জাতীয় সড়কে উল্টে যায় গাড়িটি। কয়েকজন পালিয়ে গেলেও দুজন গুরুতর জখম হয়েছে। তারা হাসপাতালে ভর্তি। একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। বাড়ি গোয়ালপোখর থানার চিরাকুটি এলাকায়। 

    জানা গিয়েছে, ডিজেল চুরি করে পালানোর সময় ঘন কুয়াশার জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে যায়। তেল চুরির ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করি থানায়। স্থানীয়রা সকালে উঠে দেখেন, গাড়িটি উল্টে আছে। চারজন আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে। করণদিঘির থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছতেই চারজনের মধ্যে একজন পালিয়ে যায়। একজনকে আটক করে বাকি দু’জনকে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিস। পরে তাদের রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। গাড়িটি থেকে ছয়টি ডিজেলের ড্রাম ও তেল চুরির পাইপ পাওয়া গিয়েছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার ভোরে ডিজেল চুরি গিয়েছে সুরেন কুমার নামে এক লরিচালকের লরি থেকে। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে ডালখোলায় রাস্তার পাশে লরি দাঁড় করান। কারণ, ঘন কুয়াশায় গাড়ি চালানো যাচ্ছিল না। আর এরই সুযোগ নিচ্ছিল দুষ্কৃতীরা। লরিচালক সুরেন বলেন, বিহিনগরে জাতীয় সড়কের পাশে একটি হোটেলের সামনে গাড়ি দাঁড় করিয়ে  ঘুমিয়ে পড়েছিলাম। ভোর চারটায় ঘুম থেকে উঠতেই নজরে পড়ে ডিজেল চুরি গিয়েছে। 

     দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)