সংবাদদাতা, গঙ্গারামপুর: প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দে কুশমন্ডি খটখটিয়া ব্রিজ সংস্কারে নামল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। কাজের সূচনা করেন সহ সভাধিপতি অম্বরিশ সরকার। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ব্রিজ দু’দিকে ভেঙে যাওয়ায় আপৎকালীন অবস্থায় জেলাশাসকের উন্নয়ন তহবিল থেকে প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দে কাজ শুরু হয়েছে।
উদয় ও মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের সংযোগ রক্ষা করে এই ব্রিজটি। বর্তমানে সেটির দু’পাশ ভেঙে বসে গিয়েছে। দীর্ঘদিন গ্রামীণ ব্রিজটি সংস্কারের দাবি জানাচ্ছিলেন বাসিন্দারা। বড় দুর্ঘটনা এড়াতেই জেলা পরিষদের জনপ্রতিনিধিরা জেলাশাসকের দ্বারস্থ হন। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকা গোবড়াবিল ও সাটিমারি বিওপি লাগোয়া চান্দোর, পাঁচহাঁটা, পূর্ব মোল্লাপাড়া, ডিকুল, হাঁসনগরের বাসিন্দারা প্রতিদিন ওই ব্রিজ দিয়ে কুশমণ্ডি সদরে যান। সীমান্তের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে ব্রিজটি। সেটির সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। অম্বরিশ বলেন, স্থানীয়রা বেহাল ব্রিজ নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন। বিষয়টি নিয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণার সঙ্গে আলোচনা করি। তিনি উদ্যোগী হয়ে অর্থ বরাদ্দ করতেই টেন্ডার করে কাজ শুরু করেছি। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত ব্রিজের কাজ পরিদর্শন করব।স্থানীয় বাসিন্দা খাটুয়া সরকার বলেন, রাতে খটখটিয়া ব্রিজ দিয়ে যাতায়াত করা যায় না। ব্রিজে লোহার রড বেরিয়ে আছে। দুর্ঘটনা ঘটতেই থাকে। দ্রুত সংস্কার হলে আমরা উপকৃত হব। অনেক পড়ুয়া পড়াশোনা করে রাতে মহিপাল ও কুশমণ্ডি থেকে বাড়ি ফেরে। তাদেরও সুবিধা হবে। খটখটিয়া ব্রিজ সংস্কারের কাজের সূচনা।-নিজস্ব চিত্র