৫ ঘণ্টা রেল অবরোধ, বাতিল বন্দে ভারত এক্সপ্রেস, দুর্ভোগ
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, সংবাদদাতা, আলিপুরদুয়ার ও তুফানগঞ্জ: দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জেরে উত্তর-পূর্ব ভারতের রেল পরিষেবা বুধবার ব্যাপকভাবে বিঘ্নিত হল। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ চলে। ফলে ঘুরপথে একাধিক ট্রেন চালানো হয়। বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনও বাতিল করতে হয়েছে রেলকে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা। কোচবিহারকে ‘সি’ ক্যাটাগরি রাজ্যের স্বীকৃতি ও রাজবংশী ভাষার অষ্টম তফসিলের মর্যাদার দাবিতে জিসিপিএ’র বংশীবদন বর্মন গোষ্ঠীর ডাকে জোড়াইতে এই অবরোধ হয়। উত্তর-পূর্ব ভারতে প্রবেশের ক্ষেত্রে এই স্টেশনটি বিশেষ গুরুত্বপূর্ণ।
সকাল পৌনে ৭টা নাগাদ অবরোধ শুরু হয়। পাঁচ ঘণ্টা অবরোধ চলার পর রেলের পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে অবরোধ ওঠে। তুফানগঞ্জ-২ ব্লকের অসম-বাংলা সীমানার জোড়াই স্টেশনে অবরোধ করেন গ্রেটার কর্মী-সমর্থকরা। মঙ্গলবার বিকেল থেকেই হাজার হাজার সমর্থক জমায়েত হন। শীত উপেক্ষা করে রাত কাটিয়ে সকাল পৌনে ৭টা নাগাদ তাঁরা লাইনে বসে পড়েন। বেলা পৌনে ১২টা পর্যন্ত চলে সেই অবরোধ। আপ ব্রহ্মপুত্র মেল, আপ কামরুপ এক্সপ্রেস চালানো হয় ঘুরপথে। অন্যদিকে, ডাউন লাইনে আসা রাজধানী এক্সপ্রেস, গুয়াহাটি-নয়াদিল্লি এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস, কামাখ্যা-রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস সহ আরও কয়েকটি ট্রেনকেও ঘুরপথে চালানো হয়েছে। বাতিল করা হয় এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ও বঙ্গাইগাঁও-এনজেপি এক্সপ্রেসও। গ্রেটার নেতা বংশীবদন বলেন, কোচবিহারের ভারতভুক্তি চুক্তি বাস্তবায়ন ও রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্তির দাবি আমরা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছি। অবরোধও সেই দাবিতেই। রেলের অফিসারদের কাছে দাবি জানানো হয়েছে। তাঁরা আশ্বস্ত করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনায় বসার ব্যবস্থা করে দেবেন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের ডিসিআরএম (কমার্শিয়াল) রবি তেজা বলেন, আন্দোলনকারীদের দাবির কথা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাব। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, পৌনে ৭টা থেকে বেলা ১২টা ৪৩ মিনিট পর্যন্ত জোড়াইতে অবরোধ চলে। সাতটি ট্রেন গোলকগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দু’টি ট্রেন বাতিল হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর জন্য নিউ আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি স্টেশনে বাস ও গাড়ির ব্যবস্থা করে কোচবিহারে পৌঁছে দেওয়া হয়েছে।
নিউ আলিপুরদুয়ার স্টেশনে আটকে পড়া পাঁচ শতাধিক রেলযাত্রীকে পাঁচটি বাসে করে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছে দেয় রেলের আলিপুরদুয়ার ডিভিশন। এছাড়াও বেশকিছু গাড়ি ভাড়া করেও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।