• সাইবার প্রতারণা নিয়ে সচেতনতামূলক শিবির
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: সাইবার প্রতারণা নিয়ে এবার সাধারণ মানুষকে সচেতন করতে ময়দানে নামল পুলিস। মেখলিগঞ্জ থানার পুলিসের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় এমনই একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হল উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের কালীরহাট ফুটবল ময়দানে। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার, জামালদহ পুলিস ফাঁড়ির আধিকারিক বিশেষ তামাং এবং উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার বর্মন। 

    পুলিস জানিয়েছে, সাইবার প্রতারণার তালিকায় একটি নতুন নাম সংযোজন হয়েছে ডিজিটাল অ্যারেস্ট। এই ফাঁদে পড়ে অনেকেই খুঁইয়েছেন বহু টাকা। মেখলিগঞ্জ থানার ওসি জানিয়েছেন, পুলিসের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)