• জঞ্জাল সাফাইয়ে ট্রেলার নামাল পুরসভা
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের ফুলেশ্বরী ও জোরপানি নদী সংলগ্ন বাজারের জঞ্জাল সাফাই অভিযানে জোর দিল পুরসভা। বুধবার পুরসভার মেয়র গৌতম দেব চারটি ট্রেলারের উদ্বোধন করেন। সেগুলি ফুলেশ্বরী ও জোরাপানি নদী সংলগ্ন বাজারের রাখা হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ট্রেলারগুলিতে জৈব ও অজৈব জঞ্জাল পৃথকভাবে রাখার ব্যবস্থা রয়েছে। এ ধরনের আরও ১৬টি ট্রেলার কেনা হবে। সবমিলিয়ে খরচ হবে ৩৭ লক্ষ টাকা। 
  • Link to this news (বর্তমান)