• বিরোধী দলনেতার ডাকা বৈঠকে এলেন না অর্ধেক বিজেপি বিধায়ক
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা দেশের মধ্যে বিজেপির সদস্য হওয়ার ঝোঁক উল্লেখযোগ্যভাবে কম বাংলায়। খোদ অমিত শাহ কলকাতায় এসে ১ কোটি সদস্য করার টার্গেট দিয়ে গিয়েছেন। নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও, লক্ষ্যমাত্রার ধারেকাছে পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। সূত্রের দাবি, এখন পর্যন্ত ২০ লাখের আশেপাশে সদস্যের নাম ‘গেরুয়া ডায়রি’তে নথিভুক্ত হয়েছে। যা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসালের তোপের মুখে পড়েছিলেন বাংলার বিজেপি বিধায়করা। তাঁর মূল্যায়ণে রাজ্যের বিধায়কদের অধিকাংশই ‘অযোগ্য’। ২০২৬ বিধানসভায় তাঁদের টিকিট কে দেয়, সেই চরম হুঁশিয়ারি দিয়েছেন সর্বভারতীয় বিজেপির পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে থাকা বনসাল। কেন্দ্রীয় এই নেতার নির্দেশে বিধায়কদের নিয়ে সদস্য সংগ্রহ অভিযানে গতি আনতে বিরোধী দলনেতা বুধবার বিশেষ বৈঠক ডাকেন। যদিও ৬, মুরলী ধর সেন লেনের পার্টি অফিসে আয়োজিত অফিসে অধিকাংশ বিধায়ক গরহাজির ছিলেন। সূত্রের দাবি, এই মুহূর্তে রাজ্য বিধানসভায় ৬৬ জন বিধায়ক রয়েছে পদ্ম শিবিরের। যার মধ্যে ৩০ জন এমএলএ এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন। যা বিরোধী দলনেতার সার্বিক নেতৃত্বের উপরই বড়সড় প্রশ্ন তুলে দিল। বিজেপি অন্দরে চর্চা, পরিষদীয় দলের উপর থেকে বিরোধী দলনেতার রাশ আলগা হচ্ছে। ঘনিষ্ঠ বিধায়ক ছাড়া বিজেপির অধিকাংশ এমএলএ’দের সঙ্গে দলনেতার সম্পর্ক অত্যন্ত খারাপ। বিধানসভায় এবং তার বাইরে বিভিন্ন সময়ে এই তালমিলের অভাব প্রকট হয়েছে। প্রায় অর্ধেক বিধায়ক তাঁর ডাকা বৈঠক এড়িয়ে যাওয়ার মধ্যে ভিন্ন বার্তা দেখছে ওয়াকিবহাল মহল।     
  • Link to this news (বর্তমান)