• সংগঠন চাঙ্গা করার দাওয়াই দিতে নতুন বছরের শুরুতে বঙ্গ সফরে অমিত শাহ  
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও সংবাদদাতা, বাগডোগরা: নতুন বছরের গোড়াতেই রাজ্যে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার বিজেপির শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। যদিও অমিত শাহের বঙ্গ সফরের কোনও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। রাজনৈতিক সূত্রের দাবি, রাজ্যে গিয়ে বাংলায় ছাব্বিশের ভোটের নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবেই শুরু করে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে তাঁর বৈঠক তো হবেই। এরই পাশাপাশি বঙ্গ বিজেপির সমস্ত বিধায়ক এবং সাংসদের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করতে পারেন তিনি। তবে শুধুই দলীয় বৈঠক নয়। বিজেপি সূত্রে আরও জানানো হয়েছে যে, এবারের রাজ্য সফরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু’জায়গাতেই প্রকাশ্য সমাবেশ করতে পারেন অমিত শাহ। 

    চলতি বছর লোকসভা নির্বাচনের পর থেকেই বিশেষ করে উত্তরবঙ্গের দলীয় সংগঠন নিয়ে উদ্বেগ বাড়ছে বিজেপির অন্দরে। সম্প্রতি রাজ্যের ছ’টি বিধানসভা আসনের উপনির্বাচনে উত্তরবঙ্গের সিতাই এবং মাদারিহাট কেন্দ্রে দলের ভরাডুবির পর সেই উদ্বেগ আরও বেড়েছে। কারণ সিতাই বিধানসভা কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওই আসনে বিজেপি হেরে গেলেও তার আগে পাঁচ বছর ওই কেন্দ্রে বিজেপিরই সাংসদ ছিলেন। তাঁকে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীও করা হয়েছিল। অন্যদিকে মাদারিহাট বিধানসভা আসনে বিজেপির বিধায়কই ছিলেন। বিজেপির বর্তমান সাংসদ মনোজ টিগ্গার ছেড়ে দেওয়া ওই মাদারিহাট বিধানসভা আসনেই উপনির্বাচন হয়েছে। কিন্তু সেই জেতা আসনও হারতে হয়েছে বিজেপিকে। এই পরিস্থিতিতে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দিতে চাইছেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতারা। 

    সংসদের শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে আগামী ২০ ডিসেম্বর। বিজেপি সূত্রের দাবি, ওইদিনই দু’দিনের দলীয় কর্মসূচিতে ত্রিপুরা যাচ্ছেন অমিত শাহ। মাঝপথে উত্তরবঙ্গের শিলিগুড়িতে কয়েক ঘণ্টার জন্য থাকবেন তিনি। সীমা সুরক্ষা বল (এসএসবি)-এর ৬১তম প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার রানিডাঙায় সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন, এস‌এসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি সুধীর কুমার। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেডেও অংশ নেবেন।
  • Link to this news (বর্তমান)