নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিএসটি কাউন্সিলের আসন্ন বৈঠকে রাজ্যের আর্থিক দাবি তুলবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষদিনে রাজ্যের জিএসটি আইনের সংশোধনী বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় করের অংশ বাবদ রাজ্যের প্রাপ্য দেওয়া হচ্ছে না। প্রসঙ্গটি তিনি জিএসটি কাউন্সিলের বৈঠকে তুলবেন। প্রসঙ্গত, ২১ ডিসেম্বর রাজস্থানের জয়সলমিরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে হবে জিএসটি কাউন্সিলের বৈঠকটি। কয়েকটি পণ্যের উপর জিএসটির হার ৩৫ শতাংশ পর্যন্ত ধার্য হবে কি না সেই সিদ্ধান্ত এই বৈঠকে নেওয়া হতে পারে। রাজ্যের অর্থমন্ত্রী বলেন, জিএসটির হার সর্বোচ্চ ৪০ শতাংশ করার বিধান আইনে রয়েছে। তবে এখন করের সর্বোচ্চ হার ২৮ শতাংশ। তা বাড়িয়ে ৩৫ শতাংশ করা হবে কি না তার জন্য একটি মন্ত্রিগোষ্ঠী গড়া হয়েছে। তাতে রয়েছে পশ্চিমবঙ্গও।