• বিধানসভায় ভর্ৎসিত বিজেপি বিধায়ক
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় ভুল তথ্য দেওয়ার জন্য সভায় ভর্ৎসিত হলেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্ডা। ঘটনাটি কয়েকদিন আগে বিধানসভায় হয়েছিল। 

    বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে রুলিং দিয়ে বলেন, ভুল তথ্য দায়সারাভাবে দিয়ে বিধায়ক বিধানসভাকে বিভ্রান্ত ও অবমাননা করেছেন। প্রথমবারের বিধায়ক হওয়ার জন্য তাঁকে কোনও কড়া শাস্তি দেওয়া হচ্ছে না। আগামী দিনে তাঁকে এই ব্যাপারে সতর্ক  থাকার জন্য ঩নির্দেশ দেন স্পিকার।
  • Link to this news (বর্তমান)