• মামলা বিচারাধীন থাকাকালে গত ১ বছরে বিদেশে গিয়েছেন কতজন? তালিকা চাইল হাইকোর্ট
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মামলা বিচারাধীন থাকাকালীন বিদেশে কোনও কাজে বা ভ্রমণে গিয়েছেন এমন সকল ব্যক্তির তালিকা তলব করল হাইকোর্ট। গত একবছরের তালিকা তলব করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১৫ দিনের মধ্যে আঞ্চলিক পাসপোর্ট অফিসকে হলফনামা দিয়ে ওই তালিকা জমা দিতে হবে। বিচারপতির আরও নির্দেশ,  মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কাদের বিদেশযাত্রায় অনুমতি দেওয়া হয়েছে এবং কাদের ক্ষেত্রে তা দেওয়া হয়নি, সেই বিষয়টিও উল্লেখ করতে হবে। 

    এর আগে হাইকোর্ট জানিয়েছিল, ফৌজদারি মামলা বিচারাধীন থাকা  বিদেশযাত্রার অন্তরায় হতে পারে না। তারপরও পাসপোর্ট অফিস সেই বিচারাধীন ব্যক্তিকে বিদেশ যাত্রার অনুমতি দেয়নি। কারণ হিসেবে মামলার কথাই বলা হয়েছে। এনিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। তাঁর  বুধবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারপতি সেনগুপ্তের পর্যবেক্ষণ, গুরুতর মামলায় জড়িত এমন অনেককেই বিদেশে যাওয়ার অনুমতি দেয় মন্ত্রক। সেখানে একটি মামলাকে কেন ব্যতিক্রম হিসাবে দেখা হল, সেটাই বিস্মিত করেছে আদালতকে। বিচারপতির আরও পর্যবেক্ষণ, কীভাবে কর্তৃপক্ষ ধরে নিলেন যে, অভিযুক্তের শাস্তি হবে আদালতে, তাই তাঁর বিদেশযাত্রায় অনুমতি দেওয়া হবে না! এরপরই ওই তালিকা তলব করেন বিচারপতি। 
  • Link to this news (বর্তমান)