নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের (বালু) জামিনের বিরোধিতা করতে গিয়ে তাঁকে কিং মেকার বলল ইডি। মন্ত্রী না হয়েও তিনি এখনও ক্ষমতাবান ও প্রভাবশালী। ইডির আইনজীবী বলেন, ওঁকে জামিন দেওয়া হলে প্রভাব খাটাবেন। উনি কি করতে পারেন হাসপাতালে ভর্তি থাকাকালীন চিরকুটের ঘটনায় দেখা গিয়েছে।