নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিকিৎসা গবেষণায় রাজ্যসেরা কলকাতা মেডিক্যাল কলেজ। এবার তাদের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করল দেশের চিকিৎসা গবেষণা দপ্তরের আওতাধীন শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। গবেষণায় অগ্রগতিতে মেডিক্যাল কলেজের পরই রয়েছে পিজি হাসপাতাল। পর্যায়ক্রমে এই দুই কলেজের পর রয়েছে যথাক্রমে এন আর এস এবং আর জি কর মেডিক্যাল কলেজ। এ কারণে দেশের চিকিৎসা গবেষণা দপ্তরের পক্ষ থেকে এক চিঠিতে মেডিক্যালে ‘গবেষণার পদ্ধতি’ বা ‘রিসার্চ মেথডোলজি’ নিয়ে কর্মশালার আয়োজন করতে আহ্বান জানানো হয়েছে। প্রসঙ্গত, ন্যাশনাল বাদে কলকাতার চার মেডিক্যাল কলেজে আইসিএমআর-এর সঙ্গে যৌথ উদ্যোগে রয়েছে গবেষণা ইউনিট মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট বা এমআরইউ। সেজন্য ফি বছর মেডিক্যাল কলেজগুলিকে কোটির অধিক অর্থসাহায্য করে আইসিএমআর।