• সাত সকালে ঘন কুয়াশা, বিঘ্নিত ট্রেন ও বিমান পরিষেবা
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ছে ঠান্ডা, পাল্লা দিয়ে বহর বেড়েছে কুয়াশার। বুধবার ভোর থেকে কুয়াশার দাপট দেখা গিয়েছে শহর ও শহরতলির বেশ ক’টি জেলায়। যার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। দৃশ্যমানতা কম থাকায় দমদম বিমানবন্দরে পরিষেবা বিঘ্ন ঘটে। ট্রেন, বাস, ফেরি পরিষেবাও বিঘ্নিত হয়।  

    এদিন ভোরে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু সহ মূল রাস্তাগুলি ঘন কুয়াশায় ঢেকে যায়। হাওড়া স্টেশনেও ট্রেন চলাচলে প্রভাব পড়ে। ডাউন যোধপুর এক্সপ্রেস ভোর ৪টে ৫৫ মিনিটে ঢোকার কথা থাকলেও সেটি ৬টা ৪০ মিনিটে হাওড়ায় পৌঁছয়। ডাউন সরাইঘাট এক্সপ্রেস ভোর সাড়ে পাঁচটায় ঢোকার কথা থাকলেও ঢুকেছে সাতটায়। ডাউন জামালপুর সুপার ফাস্ট এক্সপ্রেস ভোর ৫টা ৪০ মিনিটে ঢোকার কথা থাকলেও ৭টা ৪০ মিনিটে ঢোকে। দিল্লি-হাওড়া ডাউন রাজেন্দ্রনগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ঢোকার কথা থাকলেও ৪০ মিনিট দেরিতে ঢুকেছে। ডাউন চম্বল এক্সপ্রেস সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে ৮টা ৫ মিনিটে পৌঁছয়। লোকাল ট্রেন স্বাভাবিক সময়ে চললেও ট্রেনের গতি ছিল কম।

    কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়। ভোর ৪টে ১৮ মিনিট থেকে ৬টা ১৬ মিনিট পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকে। এই সময়ে তিনটি অন্তর্দেশীয় ও একটি আন্তর্জাতিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়। ২০টি বিমান দেরি করে ছাড়ে। ঘন কুয়াশার কারণে বাতিল করতে হয় রাজ্যপালের মুর্শিদাবাদ যাওয়ার বিএসএফ-এর বিশেষ হেলিকপ্টার। 

    ফেরি চলাচল বিঘ্নিত হয় ডায়মন্ডহারবার ও রায়চকে। এই দুটি ফেরিঘাট থেকে পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি যাওয়ার ভেসেল ছাড়ে। এক ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা। ১১৭ নম্বর জাতীয় সড়কে বাস চলাচল বিঘ্নিত হয়। কিছু বাস চললেও গতি ছিল কম। ভোরের দিকে যাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়েছে।

    ভোরে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় বারাকপুর শিল্পাঞ্চল। সকাল আটটা পর্যন্ত রেশ ছিল। যার জেরে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বি টি রোডে যান চলাচল থমকে যায়। ট্রেন চলে দেরিতে। গাড়ি চলাচল কম ছিল। কুয়াশার জেরে হুগলিতে ফেরি পরিষেবা বিঘ্নিত হয়েছে। বেশ কিছু ঘাটে দেরিতে ফেরি পরিষেবা শুরু হয়। চন্দননগরে ফেরি চালু করেও ৬টা ১৫ নাগাদ তা বন্ধ করে দিতে হয়। প্রায় একঘণ্টা সেখানে পরিষেবা বন্ধ ছিল। যাত্রীদের দাবি, সকাল ৬টা নাগাদ একটি লঞ্চ দিকভ্রষ্ট হয়েছিল। তারপরেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা ৯টার পরে অবশ‍্য ফেরি পরিষেবা নিয়ে সমস‍্যা হয়নি। 
  • Link to this news (বর্তমান)