মেট্রোর লাইনে ঝাঁপ যুবকের, এসপ্ল্যানেড-সেন্ট্রাল ৩৭ মিনিট বন্ধ পরিষেবা
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মেট্রোর ট্র্যাকে ঝাঁপ যুবকের। তার জেরে সপ্তাহের কাজের দিনে ৩৭ মিনিট ব্যাহত হল পরিষেবা। কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে বুধবার বিকেলের এই ঘটনার জেরে সন্ধ্যা পর্যন্ত মেট্রো চলাচলে প্রভাব পড়েছে। জানা গিয়েছে, এদিন বিকেল সওয়া চারটে নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এক যুবক (২৬) আচমকাই ট্র্যাকে ঝাঁপ দেন। দমদমগামী আপ প্ল্যাটফর্মে মেট্রো রেক ঢোকার মুখে রাজস্থানের বাসিন্দা এই কাণ্ড ঘটান। দ্রুততার সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষে কোনওমতে মেট্রোর গতি কমাতে সফল হন চালক। ভাগ্যের জেরে প্রাণে বেঁচে গেলেও দু’পায়ে মারাত্মক চোট পান তিনি। মেট্রো রেলের তরফে স্থানীয় থানায় খবর পৌঁছয়। বিদ্যুৎ পরিবাহী থার্ড লাইন বন্ধ করে আহত ওই যুবককে নিকটবর্তী সরকারি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার জেরে এসপ্ল্যানেড থেকে সেন্ট্রাল স্টেশনের মধ্যে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর কবি সুভাষ-ময়দান ও দক্ষিণেশ্বর-সেন্ট্রাল স্টেশনের মধ্যে বিক্ষিপ্ত পরিষেবা শুরু হয়। তার জেরে নর্থ-সাউথ রুটের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় উপচে পড়ে। মেট্রোর তরফে জানানো হয়েছে, বিকেল পৌনে পাঁচটা নাগাদ গোটা রুটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। যদিও যাত্রীদের অভিযোগ, পরিষেবা অনিয়মিত হওয়ার জের সন্ধ্যায় পর্যন্ত চলে।
অন্যদিকে, আগামী রবিবার কলেজ সার্ভিস কমিশন পরিচালিত স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) অনুষ্ঠিত হতে চলেছে। হাজার হাজার পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা মাথায় রেখে নর্থ-সাউথ রুটে ছুটির দিনে স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। অন্যান্য রবিবার সকাল ৯টায় কবি সুভাষ-দক্ষিণেশ্বর করিডরে দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হয়। তবে আগামী রবিবার সেট-এর জন্য পরিষেবা এক ঘণ্টা এগিয়ে সকাল ৮টায় চালু হবে। সকাল ৮টা থেকে সকাল ৯টার মধ্যে আপ-ডাউনে দুই জোড়া করে স্পেশাল মেট্রো ছাড়বে। কবি সুভাষ থেকে সকাল ৮টায় ও ৮টা ৩০ মিনিটে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে স্পেশাল দু’টি মেট্রো যাত্রা শুরু করবে। উল্টোদিকে, দক্ষিণেশ্বর থেকে ডাউনে ওইদিন সকাল ৮টা এবং সকাল ৮টা ১৫ মিনিটে আরও দু’টি মেট্রো পরিষেবা মিলবে। তারপর সকাল ৯টা থেকে অন্যান্য রবিবারের মতো নির্ধারিত সূচি মেনেই মেট্রো চলাচল করবে। এই রুটে দিনের শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।