৮০ লক্ষ টাকায় নয়া ভবন গড়ছে বাগনানের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েত
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, উলুবেড়িয়া: কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় রাজ্যের পঞ্চায়েতগুলিতে উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটছে। এই পরিস্থিতিতে বাগনান ২ নম্বর ব্লকের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েত নিজেদের টাকায় একটি বহুমুখী দ্বিতল ভবন তৈরি করছে। এটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই ভবন ভাড়া নিতে পারবেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, রূপনারায়ণের তীরে গড়ে তোলা এই ভবনটি তৈরি করতে খরচ হচ্ছে ৮০ লক্ষ টাকা। এই ভবনের একতলায় থাকবে একটি বড় হল ঘর এবং দু’টি ছোট ঘর। এছাড়াও রাত্রি যাপনের জন্য দোতলায় আধুনিক সুবিধা যুক্ত পাঁচটি ঘর তৈরি করা হচ্ছে। পরে আরও পাঁচটি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। ভবনের নির্মাণকাজ এখন শেষের পথে। জানা গিয়েছে, নতুন বছরের গোড়ার দিকেই এটি চালু করার ভাবনা রয়েছে।
অনুষ্ঠানের জন্য হল ঘর কিংবা রাতে থাকার জন্য ঘর বুকিং করতে হবে পঞ্চায়েত অফিস থেকেই। ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের কর্তাদের আশা, আগামী বছরের শুরুতেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য এই ভবনটি খুলে দেওয়া যাবে। এটি চালু হলে পঞ্চায়েতের নিজস্ব আয় অনেকটাই বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ জানা বলেন, এই বহুমুখী ভবন তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। এছাড়াও পঞ্চায়েতের আয় বৃদ্ধি করতে একটি সুইমিং পুল তৈরির কাজ চলছে। এটি বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করা হবে। পাশাপাশি পঞ্চায়েতের আয় বাড়াতে অটো, টোটো এবং সাইকেল স্ট্যান্ড তৈরির পরিকল্পনার কথা জানান রঘুনাথ জানা।