• ফরাসি পর্যটকের মোবাইল ফিরিয়ে দিল পুলিস
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় বেড়াতে এসে ট্যাক্সিতে আইফোন ফেলে নেমে পড়েছিলেন ফরাসি পর্যটক ইলানা ফাহিম। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সেই হারানো মোবাইল ফিরিয়ে দিল যাদবপুর থানার পুলিসের একটি টিম। মঙ্গলবার সদর স্ট্রিটের হোটেল থেকে ট্যাক্সিতে চেপে সার্ভে পার্কে এসেছিলেন ইলানা সহ তিন ফরাসি পর্যটক। সার্ভে পার্ক থেকে ফেরার পথে যাদবপুরে নামার পর তাঁরা লক্ষ্য করেন, ইলানা তাঁর আইফোন ট্যাক্সিতে ফেলে এসেছেন। হারানো মোবাইল ফেরত পেতে  রাস্তার উপর যাদবপুর থানা দেখেই সেখানে ঢুকে কলকাতা পুলিসের সাহায্য চান পর্যটকরা। যাদবপুর থানার ওসি অমিতাভ চক্রবর্তী এসআই সুদীপ লাকড়া,  এসআই তৃষা ঘোষ সহ দুই পুলিসকর্মীকে নিয়ে চার সদস্যের একটি টিম গঠন করেন। একাধিক স্থানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করে যাদবপুর থানার টিম। সেখান থেকে পুলিস ট্যাক্সির রেজিস্ট্রেশন নম্বর, মালিকের নাম-ঠিকানা পায়। পাশাপাশি, মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখার কাজ শুরু হয়। তাতেই পুলিস জানতে পারে ট্যাক্সিটি তখন নরেন্দ্রপুর থানা এলাকায় রয়েছে। এরপরই মোবাইলটি উদ্ধারের ব্যবস্থা করে ফরাসি পর্যটকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)