নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উঁচু থেকে পড়ে গিয়ে জখম এক শ্রমিকের মৃত্যু হল এসএসকেএম হাসপাতালে। নাম নিখিল মণ্ডল (৪৮)। বাড়ি রিজেন্ট পার্ক থানার পূর্ব পুটিয়ারির দীনেশপল্লিতে। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, ৩০ নভেম্বর পূর্ব আনন্দপল্লিতে একটি ক্লাব ভাঙার সময় উঁচু থেকে পড়ে যান ওই শ্রমিক। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে এম আর বাঙ্গুর এবং পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।