• প্রবীণদের সাইবার প্রতারণা থেকে বাঁচাতে উদ্যোগী পুলিস
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার ক্রাইমের হাত থেকে প্রবীণ নাগরিকদের বাঁচাতে  ‘স্টপ’, ‘ড্রপ’ অ্যান্ড ‘ইনফর্ম’— স্লোগানকে সামনে রেখে এক অভিনব প্রচার কর্মসূচি হাতে নিয়েছে লালবাজার। কলকাতা পুলিসের এক সূত্রের কথায়, ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে ওটিপি শেয়ার, দেশে প্রচলিত প্রায় সব ধরনের সাইবার ক্রাইমে সফ্ট টার্গেট প্রবীণ নাগরিকরাই। একথা মাথায় রেখেই কলকাতা শহরের প্রবীণ নাগরিকদের সচেতন করতে, এবার এই প্রচারকে হাতিয়ার করছে লালবাজার। 

    লালবাজারের এই নয়া প্রচারের মূল কথা তিনটি। প্রথমত, স্টপ অর্থাৎ ‘জানেন না বা চেনেন না এমন কারও ফোনে উত্তর দেবেন না।’ দ্বিতীয়ত, ড্রপ অর্থাৎ ‘মোবাইলে সন্দেহজনক ফোন এলে ফোনটা কেটে দিন।’ তৃতীয়ত, ইনফর্ম অর্থাৎ ‘দ্রুত পুলিসে অভিযোগ করুন।’ কলকাতা পুলিসের সাইবার থানার গোয়েন্দা মনে করছেন, এই তিনটি বাক্য মেনে চললে সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা পাবেন সবাই।   কলকাতা পুলিস তাদের সোশ্যাল মিডিয়া পেজেও এই প্রচারকে তুলে ধরতে শুরু করেছে। এমন ফোন মোবাইলে এলে, টোল ফ্রি ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর (১৯৩০), লালবাজার সাইবার থানার (৯৮৩৬৫-১৩০০০) নম্বরে অভিযোগ জানাতে হবে। 
  • Link to this news (বর্তমান)