নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া জোরালো হতেই কলকাতাসহ সমগ্র দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা বাড়ছে। বুধবার তাপমাত্রা কমেছে সব জায়গায়। আজ, বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কয়েকদিন আগে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমেছিল। সেটাই এখনও পর্যন্ত চলতি শীতের মরশুমে কলকাতায় শীতলতম দিন। আজ সর্বনিম্ন তাপমাত্রা তার চেয়েও কমার সম্ভাবনা রয়েছে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস। এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির মধ্যে আসতে পারে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৬.২ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে সামান্য কম ছিল। দক্ষিণবঙ্গে আপাতত আগামী ৪-৫ দিন কনকনে ঠান্ডা থাকবে। বহু জেলায় এদিনই সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ছিল।