• জেমস লং-এ ধস, আজ মেরামতি শুরু
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের রাস্তায় ফের ধস। বুধবার ঘটনাটি ঘটেছে বেহালার জেমস লং সরণিতে। ওই রাস্তার একাংশ গর্ত হয়ে গিয়েছে। নিরাপত্তার কারণে জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে ট্রাফিক পুলিস। আজ সকাল থেকে মেরামতের কাজ করবে কলকাতা পুরসভা। ওই জায়গায় মাটির তলায় জলের লাইনে ফাটল দেখা দিয়েছে। সে কারণে রাস্তায় ধস নেমেছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। জেমস লং সরণির ঘোলসাপুর রেল কলোনির সামনের রাস্তায় এদিন ধস দেখা দেয়। সেই রাস্তার একদিকে বাজার। সেখানে একটি অংশ বসে গিয়ে গর্ত তৈরি হয়। পুরসভা সূত্রে খবর, ওই জায়গায় থাকা ভূগর্ভস্থ লাইন থেকে জল বেরিয়ে মাটি নরম হয়ে গিয়েছে। ফলে রাস্তার উপরিভাগে ফাটল ধরে। গর্ত তৈরি হয়ে রাস্তায় ধস নেমেছে। বুধবার রাতেই জলের লাইনের ফাটল মেরামতের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু রাতে কাজ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে মেরামত হবে।
  • Link to this news (বর্তমান)