• তৃণমূল নেতা খুনে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার ৮ বছর পর
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আট বছর ধরে বিভিন্ন রাজ্যে পালিয়েও শেষ রক্ষা হল না। মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমুল নেতা মাধব মার্জিত খুনে অভিযুক্ত সাইনাল শেখকে মুর্শিদাবাদে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করল সিআইডি। ধৃতের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ রয়েছে। 

    সিআইডি সূত্রে জানা যাচ্ছে, ২০১৬ সালে মুর্শিদাবাদে খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মাধব মার্জিত কাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। পরপর গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁর শরীর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সিআইডি আজিজুল মণ্ডল ও পল্টু মণ্ডলকে গ্রেপ্তার করে। তদন্তে উঠে আসে ঘটনার মূল পরিকল্পনাকারী সাইনাল শেখ। খুনের সময় সে ঘটনাস্থলে হাজির ছিল। দুই অভিযুক্তকে সে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। ঘটনার পরই সে পালিয়ে যায়। তাকে পলাতক দেখিয়ে চার্জশিট দেয় সিআইডি। আজিজুল মণ্ডল ও পিন্টু মণ্ডলের নামও চার্জশিটে ছিল। তাদের যাবজ্জীবন সাজা হয়। কিন্তু সাইনালকে পাওয়া যায়নি। তদন্তকারীরা জানতে পারেন, সে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে পালিয়ে বেড়াচ্ছে। কিছুদিন আগে সে মুর্শিদাবাদের একজনের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকেই তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্ত নিজের জেলায় ফিরছে। তারপরই তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)